1. প্রথমত, পুরো Passage টি পড়ে কে Speaker এবং কে Audience তা চিহ্নিত করতে হবে। তারপর তাদের উক্তিগুলোর Mood বা ক্রিয়ার ধরন চিহ্নিত করতে হবে।
2. Direct Speech এর ক্ষেত্রে
Reporting Verb টি বাক্যের মাঝে বা শেষে থাকলে Indirect করার ক্ষেত্রে অবশ্যই Direct Speech কে Sentence এর শুরুতে আনতে হবে।
Dir: “You look a little bit like my mother,” Hassan said to the
lady, “Especially in the dark by the fire. ”
Indir: Hassan told to the lady that she looked a little bit like
his mother especially in the dark by the fire.
3. বক্তা যদি পুরো Passage এ একাধিক উক্তি ব্যবহার করে থাকেন তাহলে প্রথম উক্তির পরে পরবর্তী উক্তি গুলোর ক্ষেত্রে হবে-
a. Assertive Sentence এর ক্ষেত্রে:
added/further added/also said ইত্যাদি
ব্যবহার করতে হবে।
b. Interrogative Sentenceএর ক্ষেত্রে:
again asked/further asked/also asked ইত্যাদি ব্যবহার করতে হবে।
c. Imperative Sentence এর ক্ষেত্রে:
and Requested /and ordered to ব্যবহার
করতে হবে।
d. Optative Sentence এর ক্ষেত্রে: and
prayed/and wished that ব্যবহার করতে হবে।
e. Exclamatory Sentence এর ক্ষেত্রে: and
exclaimed in joy that/ in grief that ব্যবহার করতে হবে।
4. Direct Speech এ Reported Speech এ যদি Yes উল্লেখ থাকে তাহলে
Indirect Speech করার সময় যথাক্রমে Replied in the Affirmative that/ answered in the positive
that ব্যবহার করতে হবে এবং No এর ক্ষেত্রে
Replied in the negative that ব্যবহার
করতে হয়।
Dir: Sumon said to Razu, “Are you going to your native village
tomorrow?” No, I have changed my decision,” said Razu.
Indir: Sumon asked Razu if he was going to his native village the
next day. Razu replied in negাtive
that he had changed his decision.
5. Direct Speech এ sir থাকলে
indirect Speech এ Sir এর পরিবর্তে Respectfully বা
Addressing as sir ব্যবহার করতে হয়।
Dir: “Yes, sir” he replied, “I have completed my home work.”
Indir: He replied respectfully in the affirmative that he had
completed my home work. Or
Addressing as sir he replied in the affirmative that he had
completed my home work.
6. Direct Speech এ যদি কাউকে Address বা সম্বোধন করা হয় তাহলে
Addressing as দিয়ে
Indirect Speech শুরু করতে হয়।
Dir: “Are you tired, friends?” said the clever boy.
Indir: Addressing them as friends he (the boy) asked them if
they were tired.
7. Direct Speech এ যদি by
Allah, by God, by goddess, by my life ইত্যাদি উল্লেখ থাকলে Indirect Speech এ swearing by Allah, by God, by goddess,
by my life ব্যবহার করতে হয়।
Dir: “By Allah, he replied, I will not help you.”
Indir: Swearing by Allah, he replied that he would not help me.
8. Inverted Comma (“ ”) এর বাহিরে কোন Clause অথবা Phrase থাকলে
তা কোন পরিবর্তন না হয়েই Sentence এর শুরুতে বসবে। এক্ষেত্রে যদি Present Participle অংশ থাকে তাহলে তা শুরুতে বসবে।
Dir: “Are you students?” Asked the principal of this college,
turning to the dervishes.
Indir: Turning to the dervishes, the principal of this college
asked if they were students.
9. Direct Speech এ যদি
Affirmative Sentence হওয়া স্বত্ত্বে ও কোন Sentence
এর শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) থাকে তাহলে বুঝতে হবে উক্ত চিহ্ন দ্বারা অবাক বা বিস্ময় প্রকাশ করা হয়েছে তাই Indirect
Speech এর ক্ষেত্রে Reporting verb এর পূর্বে Being Surprisedলিখতে হবে এবং
Reporting verb টিকে
ask/asked দ্বারা পরিবর্তন করতে হবে।
Dir: My father said to me, “You have remembered how he looked
all these years? ”
Indir: Being surprised he (my father) asked me if I had
remembered how he had looked all those years.
10. Direct Speech এ যদি Subject উল্লেখ না থাকে তাহলে Indirect Speech এ বক্তার ক্ষেত্রে the
speaker এবং শ্রোতার ক্ষেত্রে the
listener ব্যবহার করতে হয়।
Dir: “Did you help the boy?” Yes, I helped him last night.
Indir: The speaker asked the person if he had helped the boy.
The listener replied in affirmative and said that he had helped him the
previous night.
বন্ধুরা আমার এই লেখাটুকু পড়ে যদি Passage Narration সম্পর্কে একটু ও শিখতে পার তাহলে আমাকে অন্তত একটা sms (০১৯১৯৮৭৯৩০৯) দিতে ভুলে যেও না কিন্তু। তাহলেই আমি আমার স্বার্থকতা খুঁজে পাব। ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment