Proverbs
1. নাচতে না জানলে উঠান বাকা।
A bad workman always quarrels with his tools.
2. অতি ভক্তি চোরের
লক্ষন।
Too much courtesy too much craft.
3. আয় বুজে ব্যয় কর।
Cut your coat according to your cloth.
4. অনেক সন্নাসিতে গাজন নষ্ট।
Too many cooks spoil the both.
5. ন্যাংটার নেই বাটপারের
ভয়।
A beggar has nothing to lose.
6. ইচ্চা থাকিলে উপায় হয়।
Where there is a will there is a way.
7. ইটটি মারলে পাটকেলটি
খাইতে হয়।
Tit for tat.
8. এক ডিলে দুই পাখি মারা।
To kill two birds with one stone.
9. কর্তার
ইচ্ছায় কাজ।
Master’s will is law.
10. যতখন শ্বাস ততক্ষন
আশ।
While there is life there is hope.
11. ন্যাড়া এক বারই বেল
তলায় যায়।
A burnt child fears (ভয়) the fire.
12. অসময়ের বন্ধুই
প্রকৃত বন্ধু।
A friend in need is a friend indeed.
13. চোর
পালালে বুদ্বি বাড়ে।
After death comes the doctor.
14. অতি লোভে
তাতি নষ্ট।
Grasp all, lose all.
15. অরন্যে রোদন।
Crying in the wilderness.
16. অসারের তরজন গরজন সার।
Empty vessels sound much.
17. আপনি বাছলে
বাপের নাম।
Self preservation is the first law of nature.
18. কাটা গায়ে লবনের ছিটা।
To add insult to injury.
19. সঙ্গ দেখে মানুষ চেনা যায়।
A man is known by the company he keeps.
20. নানা মুনির নানা মত।
Many men, many minds.
21. পাপের ধন প্রায়চ্চিত্তে
যায়।
Ill got ill spent.
22. যত গরজে তত বর্ষে না।
Barking dog seldom bites.
23. কারও পোষ মাস কারও সর্বনাশ।
What is sport to the cat is death to mice.
24. গাইতে গাইতে গায়েন।
Practice makes a man perfect.
25. আকাশ কুশুম চিন্তা করা।
To build castles in the air.
26. কষ্ট ছাড়া কেষ্ট মেলে না।
No pains no gains.
27. অল্প বিদ্যা ভয়ংকর।
A little learning is a dangerous thing.
28. আপনি ভালো ত জগত ভালো।
To be pure all things are pure.
29. কয়লা ধুইলে ও ময়লা
যায় না।
Black will take no other hue.
30. চাচা আপন বাচা।
Self preservation is the first law of nature.
31. নাই মামার চেয়ে কানা
মামা ও ভাল।
Something is better than nothing.
32. বিনা মেঘে বর্জপাত।
A bolt from the blue.
No comments:
Post a Comment